Monday, November 16, 2015

রূপসীর রূপ যে চাঁদের মতো

রূপসীর রূপ যে চাঁদের মতো
মন পুড়ছে অবিরত
যতোই তারে দেখছি চেয়ে
লাগছে ভালো ততো।।

যখনই সে সামনে দাঁড়ায়
দূর নীলিমায় মনটা হারায়
তারার ফুলে যাই সাজিয়ে
মালা কতো শত
জানি না সব হবে কিনা
তার পছন্দ যতো।।

যখনই সে দৃষ্টিতে চায়
বন গহিনে প্রাণ ছুটে যায়
পাখির গানে কাকলিতে
সুর যে ঝরে শত
কবে যে তার সঙ্গী হবো
মুছতে হৃদয় ক্ষত।।

শেখ জলিল ০৮.১০.২০১৫

PC: Google Image

Monday, November 9, 2015

মানুষের গান গাই


সবার ধর্ম সবার কর্ম 
জড়িয়ে গায়ে মানব বর্ম
জোরসে গলায় এসো সবাই
মানুষের গান গাই-
যতই তুমি ধর্ম করো
মানবতা সবার বড়ো
মানব সেবা ছাড়া প্রাণের
কোনও মুক্তি নাই।।

যখন মানুষ অনাহারে
রয় না যে মন ধর্মাচারে
ক্ষুধায় অন্ন দাও বিলিয়ে
ধর্মেরই দোহাই-
যতই তুমি দান করিবে
স্রষ্টা তত নাম স্মরিবে
বাঁচলে মানুষ বাঁচবে ধর্ম
ভিন্ন উপায় নাই।।

যখন মানুষ রোগশয্যাতে
হাতটি রাখো তাহার হাতে
রোগীর সেবা আসল কর্ম
শুশ্রুষা তার চাই-
যতই তুমি প্রাণ বাঁচাবে
স্রষ্টারই প্রেম খুঁজে পাবে
প্রাণে প্রাণে আলোর শিখা
জ্বলবে যে সদাই।।

শেখ জলিল-এ একলা বসে
রাখছে মনে অংক কষে
জীবন তাহার পার করিবে
সেবাতে সদাই-
যতদিন তার জীবন বাঁচে
রইবে সবার আগেপিছে
মানবতার বাউলানা গান
গাইছে সুরে তাই।।

শেখ জলিল ০৯.১১.২০১৫