Thursday, October 29, 2015

কোকিল ডাকিস্ নারে গাছের আড়ে

Add caption
কোকিল ডাকিস্ না রে গাছের আড়ে
দুঃখ প্রাণে পাই
প্রেম জাগাাইয়া যাস্ রে কোকিল
বন্ধু কাছে নাই-
কে যে আদর করে ঘুম পাড়াবে
দুই নয়নে চুম জড়াবে
ঘুম ভাঙিলে কষ্ট বুকে
ওষুধ কোথা পাই।।

সে যে আসি বলে গেলো চলে
দূর প্রবাসে আমায় ফেলে
বছর ঘুরে বছর এলো
ফেরার হদিস নাই-
এখন ভাঙা ঘরে চোর ঢুকিলে
কোথায় নেবো ঠাঁই।।

সে যে নিঠুর পাষাণ হৃদয়ে শান
ধারাল ছুরি করে দু'খান
বুক চিরিয়া প্রাণটা নিলো
কেমনে ফিরে পাই-
এখন মনের ঘরে ঝড় উঠিলে
কোথায় বলো যাই।।

শেখ জলিল ২৯.১০.২০১৫

Wednesday, October 7, 2015

আমি কী কহিতে কী কহিলাম

আমি কী কহিতে কী কহিলাম
সবই কওয়ার ভুল
বন্ধুর প্রেমে দাগা দিলো
ভুল কথার মাশুল
আমি কী চাহিতে কী চাহিলাম
সবই চাওয়ার ভুল
বন্ধুর প্রেমে ভাইসা গেলো
দুই চোখেরই কূল।।

সে যে ভাবের কানা ভাব বোঝে না
পীরিত কারে কয়
মনের কথা যায় কি বলা
মুখে সব সময়
ও হায় চোখ মেলিয়া দেখলো না সে
প্রেমের ফোটা ফুল।।

সে যে নিঠুর পাষাণ হৃদয়ে শান
ধারাল ছুরির মতো
প্রেম করিয়া তাহার সনে
বাড়লো বুকে ক্ষত
এখন কেন্দে কি তার দেখা পাবো
ছিঁড়ে মাথার চুল।।

শেখ জলিল ০৫.১০.২০১৫

Friday, October 2, 2015

তারে দেখিলে যে প্রেমের আগুন

তারে দেখিলে যে প্রেমের আগুন
অন্তেরেতে বাড়ে দ্বিগুণ
(যখন মুখ ফুটিয়া যায় না বলা
এই মনেরই কথা)
যখন প্রাণ খুলিয়া যায় না বলা
সব জমানো কথা।।

সদা দ্বিধা সদা ভয়
পাছে লোক লজ্জা হয়
আমি যে তার আপন মানুষ
কেমনে খুলে কয়
কেমনে তাহার ভাব জানিবো
প্রেমের আকুলতা।।

বাড়ে ব্যথা বাড়ে ক্ষয়
বুকে জ্বালা কষ্ট হয়
একটু যে তার হাত ধরিবো
এমন হবার নয়
কেমনে জ্বরা নাশ করিবো
ভেঙে অসারতা।।

ঘাটের তরী ঘাটে রয়
জলিল বলে দুঃসময়
উজান স্রোতে নদী চলে
ভাটায় যাবার নয়
কেমনে তারে পার করিবো
ঢেউয়ের বিশালতা।।

শেখ জলিল ৩০.০৯.২০১৫