Thursday, January 29, 2015

কান্দে নয়ন কান্দে এ মন

কান্দে নয়ন কান্দে এ মন
কান্দে বুকের অন্তর
আমায় ছাইড়া কোথায় রে তুই
বাঁধলি সুখের ঘর
আমি হইলাম তোরই পর।।

কান্দে আকাশ কান্দে বাতাস
কান্দে নদীর ধারা
তোর বিরহে উদাস দুপুর
সাঁঝের চন্দ্রতারা
আমি রইলাম মাটির 'পর
হইয়া যে এক পাথর।।

কান্দে পাখি চখাচখি
বংশী নদীর তীরে
কান্দে পানি শৈল্লা বিলে
শাপলা-শালুক ঘিরে
আমি হইলাম যে দোসর
বাউলাতে দিনভর।।

শেখ জলিল ০৬.০১.২০১৫

Wednesday, January 14, 2015

এই বাউল-পাগল মন

এই বাউল-পাগল মন
করে তোমাকে স্মরণ
সারাটা ক্ষণ যখন তখন
ভাবের আলোড়ন-
এই প্রেমের-উথাল মন
করে তোমাকে বরণ
সারাটা ক্ষণ যখন তখন
সুখের আয়োজন-
তুমি থেকো আমার কাছে
এই ধরাতে যতোটা দিন
বুকের পরাণ বাঁচে।।

থেকো পোষা পাখি হয়ে
হৃদয়ের খাঁচায়
ডেকো প্রিয় নামটি ধরে
মনটা যখন চায়
আমি আসবো তোমার ডাকে
জীবন নদীর বাঁকে
ঐ আকাশে যতোটা দিন
চন্দ্র-সূর্য আছে।।

এসো বুকের ফুল-ফাগুনে
বসন্ত হাওয়ায়
বেসো ভালো মনের মতো
মনটা যেমন চায়
তুমি আইসো মনেপ্রাণে
অথই প্রেমের টানে
এই বসতে যতোটা দিন
সুখের পাখি নাচে।।

শেখ জলিল ১০.১২.২০১৪


Monday, January 5, 2015

ভুল করে কখনও বলবো না

ভুল করে কখনও বলবো না আমি
তুমিই ছিলে আমার
বেঁধেছিলে বাসা এই বুকের গহিন
জাগিয়ে স্বপ্নবাহার
এক যুগ কাটিয়েছো পাশাপাশি হেঁটে
দুজনে করেছি বাস শ্যামলে একই সাথে
ভুল করে কখনও বলবো না আর।।

কষ্ট এলে দেখিয়ে দুপাটি দাঁত
হাসবো যে দিবাযামী
ভেবো না কখনও নষ্ট হবো
কষ্টের কারণে আমি
কাল-বৈশাখী শেষে যেমন গোছায় ঘর
সুদক্ষ কৃষক
তেমনি গোছাবো নিবাস প্রতিটাবার
ঝঞ্ঝায় গুড়ানো সব
ভেবো না সেদিনে ডাকবো আবার।।

এমন তো হতে পারে সুখের চেয়েও
আছে বেশি সুখ
ভেবো না কখনও সেই তুমিহীনা
শূন্যতা ভরবে বুক
ভুল করে বলবো না ছিলে তুমিই জীবন
শেষ ভালোবাসা
আলো বা আঁধারে প্রতি দিনরাতে
পাঁজরে বেঁধেছো বাসা
ভুল করে ভুলেও ভাববো না আর।।

শেখ জলিল            ০৪.০১.২০১৫