Monday, November 16, 2015

রূপসীর রূপ যে চাঁদের মতো

রূপসীর রূপ যে চাঁদের মতো
মন পুড়ছে অবিরত
যতোই তারে দেখছি চেয়ে
লাগছে ভালো ততো।।

যখনই সে সামনে দাঁড়ায়
দূর নীলিমায় মনটা হারায়
তারার ফুলে যাই সাজিয়ে
মালা কতো শত
জানি না সব হবে কিনা
তার পছন্দ যতো।।

যখনই সে দৃষ্টিতে চায়
বন গহিনে প্রাণ ছুটে যায়
পাখির গানে কাকলিতে
সুর যে ঝরে শত
কবে যে তার সঙ্গী হবো
মুছতে হৃদয় ক্ষত।।

শেখ জলিল ০৮.১০.২০১৫

PC: Google Image

No comments:

Post a Comment