Friday, June 29, 2012

নিষিদ্ধ আফিম

১. 
টু-উ বলে ডেকে ওঠে নিশাচর পাখি 
আড়মোড়া ভাঙে দুই আধবোঁজা আঁখি।  
২. 
নপুংসক সময় ও ঘরে বেঘোরে ঘুমায়
দরজার ওপাশ তোলে মৃদু ফিসফাস 
জোস্নাস্নানে নিমগ্ন আবক্ষ ছায়ামূর্তি শুধু 
ধনুকের ছিলার মতোন বেঁকে যায়। 
৩. 
ভাঙে ভুল, ভাঙে আড়ি 
কাঁপে নখ, কাঁপে নাড়ি 
আঁধারের নীরবতা খুলে জিপলক 
অকাতরে পান করে নিষিদ্ধ আফিম।  


শেখ জলিল ৩০.০৬.২০১২

No comments:

Post a Comment