Sunday, June 24, 2012

হাওয়ায় উড়ছে দেখো

হাওয়ায় উড়ছে দেখো মাছের বহর
পাখিরা করছে খেলা জলের ভেতর
খেয়ে আস্ত চাঁদ এক দামড়া বাছুর
রসনা সুখেতে আজ তুলছে ঢেকুর।।

বানরের গলেতে পরিয়ে মালা
অন্ধ সে হৃদয়টা করো উজালা
যদিবা চাড়ালে বাঁধে গানে মিঠে সুর
আমি কেন লড়বো সে সুরেতে অসুর।।

অমাবশ্যাতে যদি চন্দ্রগ্রহণ
পূর্ণিমা তারে কি করবে বারণ
যদিবা ঝড়েতে কাঁপে ধ্যানী মহীশুর
আমি কেন সাধবো সুখ যক্ষের পুর।।

শেখ জলিল     ২৪.০৬.২০১২

No comments:

Post a Comment