Wednesday, July 11, 2012

তুমি ছিলে কিশোরী

তুমি ছিলে কিশোরী- মনটা উড়ু
ডানপিটে আমি ছিনু- নাটের গুরু
ছিঁড়ে ফেলে বেড়াজাল
ভরা স্রোতে তুলে পাল
আমাদের ভেসে চলা হয়ে গেলো শুরু।।

রমনার বটতলা, বৈশাখী মেলা
চুপিসারে চলছিলো প্রেম প্রেম খেলা
অভিসারে দুজনারই বুক দুরু দুরু।।

তারপর লোকালয়ে যতো কানাকানি
ট্রাফিক তোমার বাবা হলো সাবধানী
স্টপ সিগনাল মেরে কুচকালো ভুরু।।

কেটে গেছে বহুদিন আর নেই দেখা
বেঁধেছো সুখের ঘর নাকি আছো একা
স্মৃতিরা তোমার আজো ছায়া দেবদারু।।

শেখ জলিল        ১০.০৭.২০১২

No comments:

Post a Comment