Wednesday, June 20, 2012

দূর পাহাড়ে বাঁশি বাজে

দূর পাহাড়ে বাঁশি বাজে নিঝুম নিরালায়
শ্যামা মেয়ে নেচে চলে জলের কিনারায়
ঝরনা তালে পায়ে যে তার নূপুর বেজে যায়।।

জলতরঙ্গ সুরে যে মন করে উতলা
মহুয়া বনে ডাকে পাখি পেয়ে একেলা
সুরের তালে মাদল বাজে মনের মোহনায়।।

বাঁশির সুরে পাগল করে মনউদাসী
দখিন হাওয়া জড়ায় গায়ে বনরূপসী
জানি নাতো বসত যে তার কোন্ পাহাড়ি গাঁয়।।

কথা: শেখ জলিল ফোন: ১৭৮০৪৩৩১৭০১

No comments:

Post a Comment