Monday, June 18, 2012

সেই ঘুড়ি উড়ানোর দিন


সেই ঘুড়ি উড়ানোর দিন
মার্বেল টিপ, বোশেখী মেলা রঙিন
মঞ্জু, তোকে মনে পড়ে
আজ এতোকাল পর কোথায় আছিস, কতো দূরে।।


দাঁড়িয়াবান্ধা আর হাডুডু খেলা
ছিপ বড়শি কিংবা পলো জাল ফেলা
সারাটা বিকেল কেটে যেতো খুব
ডোবাতে মাছ ধ'রে।।

মীরার সাথে আর হয় নাকো দেখা
রোকেয়া- ভারতীর কপালের লেখা
নিয়েছে মেনে সব কিছু তারা
সাজানো সংসারে।।


শেখ জলিল                   ১০.০৩.২০১২

No comments:

Post a Comment