Sunday, June 3, 2012

আমার হইলো শেষে যাওয়া

যাইতে ছিলাম বন্ধুর বাড়ি
চইড়া সাধের গাড়ি
চলতি পথে বন্ধ ইঞ্জিন
যাত্রা হইলো আড়ি।
আমার হইলো শেষে যাওয়া
উদলা দেহে মাটির ঘরে
লাগলো শীতল হাওয়া।।

সাজাই ছিলাম মনের ঘরে
ইচ্ছা পারিপাটি
সবাই আমার রইলো দূরে
স্বপ্ন হলো মাটি
সেই পাবো পাবো করেও তারে
মিললো নাকো পাওয়া।।

সবাই মিলে যতন করে
রাখলো আমায় একা
শেষ বিদায়ে একজনারই
হইলো নাকো দেখা
এই পারঘাটাতে আমার শুধু
মিছেই তরী বাওয়া।।

শেখ জলিল    ২৯.০৫.২০১২

No comments:

Post a Comment