Monday, May 28, 2012

তুমি কি জানো এই স্বাধীনতা

তুমি কি জানো এই স্বাধীনতা কতো রক্ত দিয়ে কেনা
তুমি কি মানো এই স্বাধীনতা নিয়েছে কেড়ে মুখ চেনা
হারিয়েছি পিতা, হারিয়েছি মাতা, শহীদ হয়েছে ভাই
দিয়েছে জীবন দেশের তরে আজও তাদের ভুলি নাই।।

করেছে লুণ্ঠন পাকহানাদারে পুড়েছে সোনার দেশ
হারিয়ে সম্ভ্রম বোনেরা নিয়েছে বীরাঙ্গনার বেশ
করেছে যুদ্ধ মুক্তিসেনারা পরাজয় মানে নাই
কতো সাহসী যুদ্ধগাথা রয়ে গেছে অজানাই।।

ভুলে ভেদাভেদ হাতে রাখো হাত যাচ্ছে কেটে দিন
গড়তে হবে স্বদেশভূমি হিংসাকে করে বিলীন
স্বাধীনতার স্বপ্নক্ষুধা আজও বুকে মরে নাই
একাত্তরের সেই জনতা চলো সব ঘুরে দাঁড়াই।।

শেখ জলিল            ২৮.০৫.২০১২

No comments:

Post a Comment