Thursday, October 25, 2012

মনটা কঠিন পাথর তো নয়

মনটা কঠিন পাথর তো নয়
সকল আঘাত সইবে
পাহাড় সমান ব্যথার বোঝা
একলা একা বইবে।
তুমি ভুল করে যাবে
বুকের মন ভেঙে দেবে
ভাবছো কেন তবু এ মন
তোমার কথাই কইবে?।

তুমি অন্তরে উদাস
সাধের প্রেমকে করো নাশ
অমাবশ্যার চাঁদ হয়ে যাও
বছর বারো মাস।
যখন পূর্ণিমা হবে
হঠাৎ সুখ অনুভবে
হারা শশীর জোস্না কী আর
তোমার তরেই রইবে?।

তুমি উল্লাসে কাতর
আপন সন্ধানে বিভোর
কারো ব্যথায় হৃদয় তোমার
খুললো নারে দোর।
যখন সব কিছু যাবে
শুধুই শূন্যতা খাবে
সুখের সাথী সেদিন কী আর
তোমার দুঃখ বইবে? ।

শেখ জলিল                ২৫.১০.২০১২

No comments:

Post a Comment