Friday, October 12, 2012

বেঁচে থাকা এক বাস্তবতা

বেঁচে থাকা এক বাস্তবতা
কিছু ডাল-ভাত-রুটি
ঘুমাও তুমি কাব্য-কথা
কবিতা দিলাম ছুটি।।

জাগিও না আর ঘুম-নিশীথে
যদিবা জোস্না ঝরে
জানো কি তখন ক্ষুধার জ্বালায়
কতো জনের পেট পোড়ে
দুখী মানবতা গুমরে মরে
ধরাতে লুটোপুটি।।

তাকিও না আর সুখ-মিলনে
যদিবা সোহাগ বাড়ে
জানো কি তখন গ্রেনেড-গুলি
কতো শিশুর প্রাণ কাড়ে
পঞ্চম রাষ্ট্র শক্তিধরে
শান্তির চাপে টুটি।।

শেখ জলিল   ১২.১০.২০১২

No comments:

Post a Comment