Saturday, October 6, 2012

ঘুমের রাজ্যে গড়েছি আমার

ঘুমের রাজ্যে গড়েছি আমার
স্বপ্ন নামের বাড়ি
বাস্তবতার কঠিন চাওয়া
বেঁধেছে ভীষণ আড়ি
তুমি যেন সেই চেনা রূপকথা
অসীমে দিয়েছো পাড়ি।।

নেই কোনো পথ তোমাকে দেখার
চোখের পাখিরা খোঁজে বারবার
শূন্য আকাশ রিক্ত হৃদয়
শুক বিনা কাঁদে সারি।।

নেই কোনো সুখ এ মনে আমার
ক্লান্ত প্রহরে জমেছে আঁধার
কষ্ট পাঁজরে স্মৃতির পাহাড়
শুয়ে থাকে আড়াআড়ি।।

শেখ জলিল     ০৫.১০.২০১২

No comments:

Post a Comment