Wednesday, October 3, 2012

চাঁদনী রাতে তোমার চোখে

চাঁদনী রাতে তোমার চোখে
খেলবে জোস্না হাসি
ঝিঁঝির গানে পাখির ডাকে
বাজবে মনের বাঁশি
পুরনো এক ডাক বাংলোতে
বাঁধবো বাসর ঘর
ভালোবাসায় দেবো পাড়ি
সুখের তেপান্তর।।

থাকবে না ঘুম কারও চোখে
ভাঙবে স্বপ্ন বাঁধ
হুইস্কি আর কফির ঘ্রাণে
কাটবে সারা রাত
পালংক আর সোফা পাবে
উষ্ণতায় আদর।।

ভাববো তোমায় পাহাড় কন্যা
আমায় আদিবাসী
নগর ছেড়ে দূরারণ্যে
থাকবো পরবাসী
ছড়িয়ে দেবো বনের বুকে
জুম্ম চাষ চাদর।।

শেখ জলিল  ০৩.১০.২০১২

No comments:

Post a Comment