Sunday, October 21, 2012

পূবাল হাওয়া যাও বলে যাও

পূবাল হাওয়া যাও বলে যাও
কোন্ দেশে তার ঘর
যার আকাশে স্বপ্ন ভাসে
ছড়িয়ে তেপান্তর
আমি ইচ্ছে পালে ঢেউয়ের তালে
ভাসবো নিরন্তর।।

দুলবে তরী ঝড়ের দোলায়
একলা পথে সামনে চলায়
তবু সাঁঝ-প্রভাতে বৈঠা হাতে
ঘুরবো দেশান্তর।।

শূন্য বুকে বিফল আশা
থাকবে তবু ভালোবাসা
জানি মিলবে একা তাহার দেখা
যাত্রা শেষের পর।।

শেখ জলিল   ২১. ১০.১১২

No comments:

Post a Comment