Saturday, November 3, 2012

জোস্না জোয়ারে ভাসা নদীর তীরে

জোস্না জোয়ারে ভাসা নদীর তীরে
ঘাসফুল ভিজে যায় শিশিরে
তুমি আসো বারবার শুধুই ফিরে
পুরনো স্মৃতির সেই আঙিনা ঘিরে।।

খেয়াঘাট বটতলা তেমনি আছে
সেই তুমি নেই শুধু আমার পাশে
হাতে হাত ধরে চলা  চুপকথা চুপ
থেমে গেছে গানে সুর জীবনের রূপ
পাবো কি পাবো সেই হাসি মুখ ফিরে
হারিয়েছি যাকে শত হেলার ভিড়ে।।

বন্ধুর সাথে আড়ি প্রেম কাতরে
সেই তুমি গেলে তবু অচেনা করে
কেটে গেছে কতো দিন ঘাটের খেয়ায়
একবার দেখতে যে শুধুই তোমায়
পাবো কি পাবো সেই দিনগুলো ফিরে
হারিয়েছি যাকে চেনা সুখের নীড়ে।।

শেখ জলিল       ৩০.১০.২০১২

No comments:

Post a Comment