Saturday, July 28, 2012

এডমন্টনে ঝরছে বাদল

এডমন্টনে ঝরছে বাদল
তুখোড় ধারার বৃষ্টি
মনের পাখি খুঁজছে সতেজ
কদম ফুলের দৃষ্টি।।

মেঘবতী মেঘের কন্যা
কার টানেতে ছুটছে
বজ্র-আলোয় রূপের ঝলক
স্মৃতির বারুদ ফুটছে
বুক-হৃদয়ে প্রেমবিদ্যুৎ
বাড়ছে অনাসৃষ্টি।।

ভাসছে স্মৃতি দূর অতীতে
যখন ছিলে কাছে
আকাশ-পাখি যুগলবন্দী
হিজল তমাল পাশে
বুনোফুলে বাঁধা খোঁপার
দস্যি মেয়ে মিষ্টি।।

এই প্রবাসে কদমও নেই
হিজলও নেই ধারে
বৃষ্টি এলেই দিচ্ছে উঁকি
ভাবনা বারে বারে
সুখের ছবি চোখের মাঝে
কাব্য-কথা-কৃষ্টি।।

এখনও কি ভাবনা জাগে
তেমনি নিবিড় ছোঁয়া
মন আকাশে রংধনু রং
ইচ্ছে বৃষ্টি ধোয়া
পড়লে চোখে দুচোখ আবার
ফেরাবে কি দৃষ্টি।।

শেখ জলিল   ২৮.০৭.২০১২

No comments:

Post a Comment