Tuesday, July 17, 2012

ঘোলের স্বাদে মেটে নারে

ঘোলের স্বাদে মেটে নারে
খাঁটি দুধের আশ
বাঁশবাগানে ফোটে না ফুল
বছর-বারো মাস
আমি কেমন করে মিটাই জ্বালা
প্রেমের হা-হুতাশ।।

কানায় যেমন দেখে নারে
রূপের ছবি রং
বেঘোর মাতাল বোঝে নারে
নাচের মুদ্রা ঢং
ও হায় নিঠুর কালা শোনে নাতো
বুকের দীর্ঘশ্বাস।।

বয়স কালে থাকে নারে
মাথা কালো চুল
চৈত্র মাসে ভরে নারে
শুকনা নদীর কূল
ও হায় চাড়াল-সাধু করে নাতো
এক ঘরেতে বাস।।

শেখ জলিল         ১৭.০৭.২০১২


No comments:

Post a Comment