Friday, July 20, 2012

চাঁদের মেয়ে

চাঁদমুখ বরণ চাঁদের মেয়ে
পরেছো চাঁদের চুড়ি
আমার পৃথিবী আঁধারেতে ভাসে
যেন অমানিশাপুরী।
কেমনে দেবো অতলান্তিক পাড়ি
উথাল পাথাল সব ঢেউয়ের সারি
জ্যোৎস্নার আলোয় পথ খুঁজে দেবে
নেই সে উত্তরসূরী!।

দীঘল জ্যোৎস্নায় ভালোই ছিলাম
পূর্ণিমাতে নাও ভাসিয়েছিলাম
শুক্লপক্ষ শেষ হ'য়ে যাবে
বলেনিতো ঘুমপরী
কৃষ্ণপক্ষে হারিয়ে যায় ঐ
যেন চাঁদের অপ্সরী!।

কেমনে পাবো যে ঠিকানা তোমার
দু'চোখে আঁধার নূড়ি
চাঁদমুখ বরণ চাঁদের মেয়ে
সরাও চাঁদের বুড়ি।
সামনে বিশাল সব বাধার পাহাড়
সমুদ্র নিক্ না  আড়ি
চাঁদ সওদাগর তুলেছে এই পাল
দেবেই সে পথ পাড়ি!।

কথা: শেখ জলিল

No comments:

Post a Comment