Sunday, July 22, 2012

শুধু তোমারই আশায়

শুধু তোমারই আশায়
দূর বনে নীলিমায় ডুবে যাবে চাঁদ
আকাশের তারাগুলো একে একে পড়বে খসে
আঁধারে হারিয়ে যাবে স্বপ্নীল পৃথিবী
তবুও হবে না শেষ তোমারই প্রতীক্ষা
ঘুমহীন চোখে এই রাতের বাসর।।

কবে যে করেছে চলা শুরু হৃদয়ের নদী
ঝিরিঝিরি ঝরনাধারা অন্তরে অবিরল
মনবনে ফুটেছে গোলাপ-চম্পা-বেলী
হাসনাহেনার ঘ্রাণে মাতাল ভ্রমরকূল
উড়ে উড়ে চলে গেছে তোমারই আকাশে
মানেনি বাধার ওই মেঘের চাদর।।

হয়তো তোমাকে পাবো খুঁজে বিরহের শেষে
নয়তো কখনো নয় যাপিত জীবনে আর
ক্ষয়ে ক্ষয়ে যাবে যে দু’চোখ আঁধারে মুদে
অনন্ত আশার টানে হৃদয় গভীরে প্রাণ
ছুটে যাবে কোনো এক অজানা গোপনে
ধুলিঝড়ে ঢেকে এই বুকের পাথর।।

কথা: শেখ জলিল

No comments:

Post a Comment