Wednesday, August 1, 2012

দোলে অঙ্গ দোলে রে

দোলে অঙ্গ দোলে রে
আড়-বাতাসে দোলে
ঝোলে ঝুমকা ঝোলে রে
কানের লতায় ঝোলে
সুরের তালে নাচ-বিহঙ্গী
নাচে খেমটা বোলে।।

গায়ে দেখো কাঞ্চা সোনা
ঝরিয়া পড়ে
রূপের ছটায় রূপবতী
পাগলও করে
আমার প্রাণে সুরের নেশা
দোলে মাতন দোলে।।

চোখে দেখো হরিণ কালো
কাজলও মায়া
জোস্না হাসি চাঁদ-বদনে
ফেলেছে ছায়া
আমার মনে চন্দ্রগ্রহণ
তোলে কাঁপন তোলে।।

শেখ জলিল     ৩১.০৭.২০১২

No comments:

Post a Comment