Thursday, December 1, 2016

হে বাংলাদেশ

হে বাংলাদেশ তুমি রয়েছ আমার বিশ্বাসে
রয়েছ নিঃশ্বাসে আমার প্রতিটি যাপিত দিবসে
পরবাসভূমে আছি এত পথ এত খানি দূরে
তবু তোমারই সঙ্গীত বাজে বুকে হৃদপুরে
তুমি আদিগন্ত নীল উন্মুক্ত আকাশে
তুমি দম নেয়া স্বস্তি দখিনা বাতাসে
তোমার সুখেই এখনও আনন্দ ফিরে আসে
তোমার দুঃখেও এখনও দুচোখ জলে ভাসে।

যত দূরে যাই তবু ফিরে চাই প্রিয় সেই সোনাদিয়া
কাজলা গরুর পিছে ছুটে চলে আমার রাখাল হিয়া
তৃষ্ণার্ত দুঠোঁট খোঁজে লৌহজংগের আঁজলাভরা জল
বুকের তোরঙ্গ ভেঙে বয়ে চলে নদী- ঝরণার কলকল
তুমি আমি যেন জন্ম জন্মান্তরে হেঁটে চলা শক্তিবল, ভালোবাসা ছল।

স্বাধীনতা ক্ষণে, বিজয়ের মধুমাসে বলি
ভালো থেকো, ভালো থেকো বাংলাদেশ
সারা বিশ্বে ছড়িয়ে দিও তোমার খ্যাতির অশেষ
রেখো না অন্তরে তুমি কারো প্রতি দুঃখ-শ্লেষ
যদি পারো মরণের পরে ফিরিয়ে নিও তোমার
অবাধ্য প্রবাসী দুর্ভাগা সন্তানের দেহাবশেষ।

শেখ জলিল ০১.১২.২০১৬

No comments:

Post a Comment