Monday, December 5, 2016

যখন ঝিঁঝি ডাকা ভরদুপুরে

যখন ঝিঁঝি ডাকা ভরদুপুরে
শাপলা ঝিলে তালপুকুরে
কলমি দামে মনের সুখে
পানকৌড়ি দেয় ডুব
আমি মুগ্ধ চোখে চেয়ে দেখি
এই বাংলার মুখ
আহা! কী যে অপরূপ।।

যখন ছেলেমেয়ে নাইতে এসে
দেয় জলে ঝাঁপ মুচকি হেসে
নদীর বুকে ঢেউ তুলে যায়
জড়িয়ে মনের সুখ
আবার পালতোলা নাও উজান পানে
ভাটিয়ালি-সারি গানে
প্রাণের মাঝে জমিয়ে রাখা
দেয় মুছে  সব দুখ
আমি মুগ্ধ চোখে.........।।

যখন দোয়েল পাখি শিস্ দিয়ে গায়
বনের সবুজ শ্যামল ছায়ায়
সঙ্গী নিয়ে ঘোরে যখন
লাগে ভালো খুব
আবার হিজল গাছে একলা বসে
মাছরাঙ্গাটি হিসাব কষে
ধরতে শিকার ঘাপটি মেরে
থাকে যে নিশ্চুপ
আমি মুগ্ধ চোখে..........।।

শেখ জলিল ০৫.১২.২০১৬

No comments:

Post a Comment