Friday, December 16, 2016

আমি হাজার বছর পথ চলে

আমি হাজার বছর পথ চলে
দাঁড়িয়েছি এই সমতল আর বরেন্দ্র অঞ্চলে
ছিলো কত নাম গৌঢ়, হরিকেল, সমতট, বঙ্গদেশ
যুদ্ধে, সংগ্রামে পেয়েছি শেষে সোনার বাংলাদেশ।।

করেছে শাসন পাল সেনাদল
করেছে শোষণ তুর্কী-মোগল
এসেছে বর্গী, লুটেছে পাকিস্তান
তবু বাংলা মায়ের দামাল ছেলেরা
দেয়নি তাদের স্থান
মুক্তিযুদ্ধে সমুখ সমরে পরেছে বীরের বেশ।।

রেখেছি দুহাত সবার হাতে
মানিনি বারণ ধর্মভেদে
গড়েছি স্বদেশ দিয়ে এই মনোপ্রাণ
আজও রাখবো তেমন সোনার এ দেশের
উচ্চেতে সম্মান
থাকবে না আর ধনী-গরিবে কোনো হিংসা লেশ।।

শেখ জলিল ০৬.১২.২০১৬


No comments:

Post a Comment