Saturday, November 26, 2016

করো যত যত্ন তোমার

করো যত যত্ন তোমার
সোনার শরীরে
ওই দেহ যে পচে যাবে
মাটির গভীরে
থাকবে না শির-মেরুদণ্ড
হাত-পা হবে খণ্ড খণ্ড
একদিন গেলে কবরে।।

সুন্দর মুখের আদলখানা
যতই মাখো মেকাপ নানা
সবই যাবে যে ঝরে
মরলে তোমার দেখবে না মুখ
থমকে যাবে সব প্রিয় সুখ
একদিন রটবে খবরে।।

সাধের প্রাসাদ দালান-কোঠা
ছাড়তে হবে সুখের ভিটা
এক শূন্য প্রহরে
ডাকবে তোমায় আজরাইলে
ভাঙবে তালা বুকের দিলে
একদিন প্রাণের কন্দরে।।

ভাবছে জলিল দাওয়ায় একা
লাগছে যেন সবই ফাঁকা
ধরার বেঘোরে
আসছে কাছে মরণ শমন
করতে হবে হঠাৎ গমন
একদিন অচিন বন্দরে।।

শেখ জলিল ১৪.১১.২০১৬



No comments:

Post a Comment