Sunday, November 30, 2014

যার কান্দন সে কান্দে একা

যার কান্দন সে কান্দে একা
সঙ্গের সাথীর পায় না দেখা
যখন হারে প্রেমেতে-
সুসময়ে বন্ধু থাকে
দুঃখে নাই রে জগতে।।

ভাত ছিটাইলে আসে কাকে
কা-কা রবে শুধুই ডাকে
উঠান জুড়ে বসায় আসর
কতো রঙে ঢঙেতে।।

ফুল ফুটিলে ডাকে কোকিল
অন্তরাত্মায় কতো যে মিল
সুরের অভাব হয় না কোনো
রাগ-রাগিনীর বসন্তে।।

ঝড় আসিলে নাই রে কেহ
হঠাৎ করেই কাটে মোহ
শেখ জলিলের চৌসীমানায়
নাই রে সাথী দিনান্তে।।

শেখ জলিল ২৮.১১.২০১৪


No comments:

Post a Comment