Sunday, November 2, 2014

জীবন গাড়ি যাচ্ছে ছাড়ি

জীবন গাড়ি যাচ্ছে ছাড়ি
চলতি পথে রোজ হরদম
যম-ট্রাফিকে হাত নাড়িলে
থামবে গাড়ির হাওয়াই দম।
কী নিদয়া এই জীবের যম
নিদয়া এই জীবের যম
যম-ট্রাফিকে হাত নাড়িলে
থামবে গাড়ির হাওয়াই দম।।

গাড়িটার নয় দরজা খোলা
আর আটকুঠুরি তলা
ছয় ড্রাইভারে সামনে চালায়
চলন আলাভোলা
কখন জানি চোরকাঁটাতে
যায় ফেটে টায়ার বটম।।

দিগন্তের শেষের ইস্টিশনে
ঘোর আঁধারের ক্ষণে
গাড়ির বগি বদল হবে
অচেনা জংশনে
জলিল বলে সেই দিনেতে
কই যাবে এই নরাধম।।

শেখ জলিল  ০৬.০৫.২০১৪

No comments:

Post a Comment