Thursday, December 4, 2014

আমার মায়ে চেয়েছিলো

আমার মায়ে চেয়েছিলো
মুক্তি, স্বাধীনতা
মাথার উপর সুনীল ছায়া
বিশাল উদারতা
সেই আকাশটা তেমনি আছে
নেইকো সুখের রেশ
সব হারিয়ে পেলো মায়ে
এ কোন্ সোনার দেশ।।

জ্বলে নাকো মননের ফুল
নামলে আঁধার রাতে
তুখোড় কণ্ঠ যায় শুকিয়ে
সন্ত্রাসী আঘাতে
সাহসী বুক নেয় না পেতে
দেশপ্রেমিকের বেশ।।

কেটে গেছে অনেক বছর
স্বাধীনতার পরে
হয়নি আজও দেশটি গড়া
মায়ের মতোন করে
কোথায় আছে সেই সে ছেলে
ভুলবে হিংসা-দ্বেষ।।

শেখ জলিল     ০৬.০৭.২০১২





No comments:

Post a Comment