Wednesday, November 19, 2014

মন মানে না সাধের পিরীতে

মন মানে না সাধের পিরীতে-
দেহের তরু শিকড় ছাড়া
ভবের মাঝে আছে খাড়া
পরজনমে পাবো কি তার
বোধেরই মূল ধরিতে।।

হাওয়ার উপর জলদ ভাসে
উড়ে যায় সে কোন্ ড়াসে
বজ্রমেঘে ডাকলে দেয়া
আসবে কি সে ঝরিতে!।

পিরীত যদি স্রষ্টারই দান
থামবে কেন এলে নিদান
মরণ শেষে পাই যেন তার
সুখের মিলন করিতে।।

ভাবছে জলিল দাওয়ায় বসে
পড়বে ঘরের চালা খসে
বাজবে কখন মরণ ধ্বনি
জীবন নামের ঘড়িতে।।


শেখ জলিল ০২.০৫.২০১৪

No comments:

Post a Comment