Tuesday, November 11, 2014

আমি বুকপকেটে জমিয়ে রাখি

আমি বুকপকেটে জমিয়ে রাখি
নবীন ইচ্ছাগুলো
শীতচাদরে দমিয়ে রাখি
প্রবীণ কিস্সাগুলো
আমার নেই কোনো দাম তোমার কাছে
পথের ধুলোর মতো
অচল সিঁকিও কম্পা যাচে
জাগিয়ে মনের ব্রত।।

আমি এখন নইতো কারও
কষ্ট কেবল বাড়ছে আরও
কথার মালা গেঁথে-
হারানো সুর তানপুরাতে
উঠছে ধারা মনপুরাতে
লিখছি অবিরত।।

তুমি এখন ছুড়তে পারো
তিক্ত কথার শর যে আরও
কী আসে যায় তাতে-
তবুও প্রেম আঁখিপাতে
ঢেউ খেলে যায় সুখের স্রোতে
হাজার স্মৃতি শত॥

শেখ জলিল  ০৩.১১.২০১৪











No comments:

Post a Comment