Saturday, October 18, 2014

কালো কোকিল

কালো কোকিল, বুনো কোকিল
খাইও গাছে দোল
পরাণ ভরে ঘ্রাণ শুঁকিও
মিষ্টি আমের বোল।।

কালো কোকিল, ভালো কোকিল
গাইও মধুর গান
পাতার ডগায় শিশির ছুঁয়ে
করলে সূর্যস্নান।।

কালো কোকিল, উড়ো কোকিল
যাও যদি খুব দূর
আইসো ফিরে ভৈরবীতে
বাজলে করুণ সুর।।

কালো কোকিল, প্রিয় কোকিল
ভুইলো না এই ধাম
জ্যৈষ্ঠ মাসের মাঝে এসো
খাইও কাঁঠাল-আম।।

কালো কোকিল, ভুলো কোকিল
একটি কথা দাও
এই অভাগীর হইও না পর
আমার মাথা খাও।।


শেখ জলিল     ১৮.১০.২০১৪




No comments:

Post a Comment