Wednesday, November 23, 2016

নদী নিজে জানে না সাঁতার

১.
নদী নিজে জানে না সাঁতার
বোঝে না কেউ কী কষ্ট তার
পথে পথে ঘোরে একা
হতে খেয়া পারাপার।।

হয়ে গেছে বেশি দেরী তার
পথচলা জুড়ে অন্ধকার
নিভে গেছে চোখের আলোক
ভাঙ্গা মনে বাজে হাহাকার।।

ভুলে গেছে যত স্মৃতি তার
বুকে জাগে বিরহ পাথার
থেমে গেছে চাঁদের জোয়ার
অশ্রু জলে করে একাকার।।

শেখ জলিল ২২.১১.২০১৬

২.
গোলপাতা গোল নয়
লাগে গণ্ডগোল
বোলতার বোল নয়
জাগে শোরগোল
আজ তুমিহীন এ মনটায়
সবই যে অচল।।

সোনা নেই দহ নেই
সোনাদহ নাম
প্রেমে পোড়া দেহটায়
মাখে বদনাম
আজ তুমিহীন ক্ষণটায়
কষ্ট প্রবল।।

মন নেই পুর নেই
মনপুরা নাম
শূন্য এ বুকটায়
বেদনা মোকাম
আজ তুমিহীন এ ঘরটায়
বিরহ কেবল।।

শেখ জলিল ২১.১১.২০১৬

৩.
সব আলো নিভে যাবে
রাতের পাড়ায়
প্রেমশিখা জ্বলবে সে
চোখের তারায়
(জানি) ফিরে তুমি আসবে শেষে
আমাকেই ভালোবেসে।।

সব ঝড় থেমে যাবে
হৃদয় ঢেউয়ে
অনুযোগ অভিমান
দূরে ভাসিয়ে
(জানি) হাত দুটো রাখবে হাতে
রাঙানো নতুন প্রাতে।।

সব ব্যথা মুছে যাবে
বাঁধন গড়ে
অনুভব টোকা দেবে
মনেরই দোরে
(জানি) চোখ দুটো রাখবে চোখে
অজানা হাজার সুখে।।

শেখ জলিল ১৮.১১.২০১৬

No comments:

Post a Comment