Sunday, November 6, 2016

যে আশা মনে মনে


১.
যে আশা মনে মনে মনে মনে মনে মনে
বেঁধেছে বুকের মাঝে ঘর
সে আশা ক্ষণে ক্ষণে ক্ষণে ক্ষণে ক্ষণে ক্ষণে
জাগে যে অন্তরের ভিতর
ও সাথী বাঁধবো আমি তোমায় নিয়ে বাসর ঘর
দুজনে দেবোই পাড়ি ভালোবাসার সকল ঝড়
সে আশা ক্ষণে ক্ষণে...............................।।

যে কথা গানে গানে গানে গানে গানে গানে
গেয়েছি সারাটি বছর
সে কথা প্রাণে প্রাণে প্রাণে প্রাণে প্রাণে প্রাণে
গড়েছে সুখেরই প্রহর
ও সাথী থাকবো আমি তোমায় নিয়ে জীবনভর
সুরেরই ঝর্ণাধারায় যাবেই বেজে সপ্তস্বর
সে কথা প্রাণে প্রাণে...................................।।

যে আলো চোখে চোখে চোখে চোখে চোখে চোখে
দেখেছি তোমারই ছায়ায়
সে আলো যুগে যুগে যুগে যুগে যুগে যুগে
রবে যে প্রেমেরই মায়ায়
ও সাথী থাকবো আমি তোমার হয়ে এই ধরায়
যতোদিন বেঁচে আছি জগৎ জুড়ে শ্যামল ছায়
সে আলো যুগে যুগে....................................।।

কথা: শেখ জলিল                      ০৩.১১.২০১৬
(অহমিয়া গান বাবু কুমদ বড়ুয়ার ''ও পেডেল মারি মারি'' গানের সুর অবলম্বনে)



এই পাগল পাগল মন
কেন সারাক্ষণ
তোমার কথা ভেবে ভেবে
হয় যে দিশেহারা
এই উদাস উদাস ক্ষণ
শুধু অকারণ
ঝড়ের মতো ছুটে ছুটে
হয় যে ছন্নছাড়া
সে যে তোমারই কারণ
যাকে দিয়েছি এ মন।।

এই ঢুলু ঢুলু চোখ
তবু  চেয়ে অপলক
তোমার ছবি দেখে দেখে
গড়ে স্বপ্নলোক
একদিন হবে যে মিলন
যাকে দিয়েছি এ মন।।

এই কষ্ট কষ্ট সুখ
চেপে রাখে সারা বুক
তোমায় পেলে সেরে যাবে
মনেরই অসুখ
একদিন পাবো যে দর্শন
যাকে দিয়েছি এ মন।।

শেখ জলিল ৩১.১০.২০১৬


No comments:

Post a Comment