Saturday, December 27, 2014

সত্য কি আর থাকে গোপন

সত্য কি আর থাকে গোপন
যখন মানুষ হারে প্রেমে
যেমন মেঘের কান্না দেয় জানিয়ে
ঝড়-বৃষ্টিতে থেমে।।

দৃষ্টি কি আর হয় গো আড়াল
মুখ লুকালে সাঁঝে
ঠোঁটের ভাষা দেয় বুঝিয়ে
দুঃখ-কথার মাঝে
চরণ যে তার থেমে থাকে
প্রেমের পথে নেমে।।

কষ্ট কি আর হয় গো লেপন
পুড়লে কারও ছবি
মনের ভেতর আঁকা থাকে
প্রতিচ্ছবি সবই
স্মৃতি যে তার জমা থাকে
বুকের বাঁধা ফ্রেমে।।

শেখ জলিল ২৭.১২.২০১৪

No comments:

Post a Comment