Monday, December 8, 2014

আমি যারে বাসলাম ভালো

আমি যারে বাসলাম ভালো
বাসলো না সে আমারে
দুই হৃদয়ের দুইটি ধারা
মিশলো না এক কিনারে।।

গিরি-পাহাড় সব ডিঙাইয়া
হইলাম নদীর জল
সেই জল আমার শুকাই গেলো
তপ্ত মরুর তল
আমার বুকের আশা ব্যর্থ-নাশা
উষ্ণ বালুর মিনারে।।

অনেক যত্নে স্বর সাধিয়া
বাঁধলাম গানের সুর
সেই গান আমার বেতাল গাইলো
প্রাণেরই অসূর
ও হায় বেভুল হইলে শেখ জলিলে
বন্ধ গানের বীণা রে।।

শেখ জলিল   ০৭.১২.২০১৪

No comments:

Post a Comment