Monday, November 19, 2012

হায় রে সোনার দেশ

আমার মায়ের আদর ছাইড়া আইলাম
হায় রে সোনার দেশ
বাঁচার তরে খুঁইজা পাইলাম
এই প্রবাসী বেশ-
আমার যায় না কষ্ট জীবন নষ্ট
দুঃখের নাই রে শেষ।।

হাতের কাছে ছিলো স্বজন
চিন্তা ছিলো না
এই প্রবাসে যন্ত্র-জীবন
সময় দিলো না
কেমনে দেখি মায়েরই মুখ
হাজার সোহাগ শান্তিরই বুক
স্বপ্ন-সুখ-আবেশ।।

বুকের মাঝে ছিলো আশা
গল্প সূচনা
ভালোবাসার মায়ায় ঘেরা
কল্প রচনা
কেমনে পাবো নীড়ছোঁয়া প্রেম
অমূল্য সেই সুখ চারু হেম
মগ্ন-সুর-অশেষ।।

শেখ জলিল   ১৯.১১.২০১২

No comments:

Post a Comment