Wednesday, November 7, 2012

তুমি আইসো বন্ধু

তুমি আইসো বন্ধু খাইও মুখে
বাটাভরা পান
তোমার তরে হৃদয় উদাস
আকুলও পরান
তুমি আইসো সোনার চান
খাইও বাটাভরা পান।।

এই মাটির গাছে লাউ ধইরাছে
বড়োই সোহাগিনী
লাউয়ের পিছে ঘুরছে সবাই
ভাবছে কলংকিনী
তুমি লাউয়ের হইও মান
গাইও ডুগডুগিতে গান।।

ঐ মাঠের ধারে বংশী বাজায়
শ্যামনগরের কালা
বুকের মাঝে ছটফটানি
ভাঙ্গে মনের তালা
তুমি রাধার হইও প্রাণ
যাইও বৃন্দাবনের ধাম।।

শেখ জলিল    ০৪.১১.২০১২

No comments:

Post a Comment