Monday, December 17, 2012

আমার নাই রে কোনো ঘর

আমার নাই রে কোনো ঘর
বুকে বাউলের অন্তর
পরকে যেমন করি আপন
আপন করি পর।।

আমার নাই রে দুঃখ
নাই রে কাঁদন
একতারাতে সুখের রোদন
বাজে দিবারাতি
পথের মাঝে পথের রথী
হয় রে চোখের জ্যোতি-
আমার যাত্রা নিরন্তর।।

আমার নাই রে মানিক
নাই রে রতন
হৃদ মাঝারে করবো যতন
প্রেমরাঙা মণি
মনের মাঝে মনরাগিনী
জাত-কূল হরণী-
আমার কষ্ট  জীবনভর।।

শেখ জলিল   ১৪.১২.২০১২


No comments:

Post a Comment