Sunday, January 17, 2016

মন রে তুই পাগল হইলি

মন রে তুই পাগল হইলি
কীসের বিশ্বাসে
খাঁচার পাখি উড়ে গেলে
আর কি ফিরে আসে?...
এ প্রাণ হবে পাখি দেবে ফাঁকি
উড়াল দিয়ে আকাশে
টের পাবে না ঘুমের ঘোরে
মেলবে ডানা বাতাসে।।

রইবে পড়ে মাটির কায়া
অসাড় দেহ শরীর ছায়া
ভুলে যাবে সকল মায়া
বুকের ভরা নিঃশ্বাসে।।

বাসলে যারে অন্তর দিয়া
তার তরেতে কাঁদবে হিয়া
থাকবে স্মৃতি সব পড়িয়া
প্রেমের সারা হুতাশে।।

শেখ জলিলের কথার বাঁশি
রইবে পড়ে সুর উদাসী
গাইবে না আর ঘাটে আসি
বছর প্রতি ভর মাসে।।

শেখ জলিল ১৩.০১.২০১৬


No comments:

Post a Comment