Wednesday, October 8, 2014

ধর্মহীনে খোঁজে ছুতা- ধর্মের ষাড় মারে গুতা

সকল ধর্মহীনে খোঁজে ছুতা
ধর্মের ষাড় মারে গুতা
কোথায় বলো যাই
দেখি জগৎ জুড়ে মতের বিরোধ
মানবতায় নাই।।

জল নিয়ে করে হরি-হল্লা
পানিতে নেমে কয় মাশাল্লাহ
হিন্দু-মুসলমান
ডুবলে পরে মানবদেহ
সমানে সমান
ওরে ভেসে ভেসে যাবে ক্ষয়ে
খুঁজলে কী আর পাই।।

ব্রাহ্মণে চায় পূঁজার ধোঁয়া
মোল্লারা এসে দেয় ফতোয়া
গরিব-চণ্ডালে
মরলে কী জাত লেখা থাকে
কারও কপালে
ওরে পচে গলে যায় রে দেহ
রূপের রোশনাই।।

কে বড়ো আর কেবা ছোটো
জন্মিলে সব ধূলায় হাঁটো
মাটির এ ধরায়
জলিল বলে সকল ভালো
মানব তপস্যায়
ওরে উঁচু বলো নিচু বলো
মরণ হবে ঠাঁই।।

শেখ জলিল ১০.১০.২০১৪



No comments:

Post a Comment