Monday, September 29, 2014

আমার ঘরের মাঝে বসত যাহার

আমার ঘরের মাঝে বসত যাহার
খুঁজি বনে-বাদারে
সুখের খুশি দেয় না ধরা
দুঃখ প্রাণের আঁধারে।।

হাতের কাছে ভরা কলস
তৃষ্ণাতে যাই মরি
আপন-স্বজন দূরে ঠেলে
চণ্ডালে পায় ধরি
ও হায় মনের কষ্ট হয় না লেপন
কর্মে সাধন বাধা রে।।

আপন বাসে কোকিলের স্বর
বৈরাগ্যে সুর বাঁধি
অধর প্রাতে বিফল মিলন
দুই নয়নে কাঁদি
এখন জলিল দেখে মায়ার ডোরে
কাটলো আয়ু আধা রে।।

শেখ জলিল               ২৯.০৯.২০১৪        

No comments:

Post a Comment