Sunday, September 14, 2014

সোনার ফালি চাঁদ যে আমার

সোনার ফালি চাঁদ যে আমার
ভাইসা গেলো নদীতে
না পারিলাম ধরতে তারে
না পারিলাম রাখিতে
পাড়ে বসে তাইতো আমার
জনম গেলো কাঁদিতে।।

আষাঢ় মাইসা ভাসা পানি
আইতো যখন মাঠেতে
নাও দৌড়াইয়া যাইতাম কতো
কাজলডাঙার ঘাটেতে
না চাহিতে পার করিতাম
পারের কড়ি বাকিতে।।

চৈত্র মাসের রঙের মেলা
বইতো যখন গাঁয়েতে
বাপের সনে আইতো সে যে
ভীরু ভীরু পায়েতে
না পারিতাম কইতে কথা
না চাহিতাম আঁখিতে।।

গেলো বারের বর্ষাতে সে
নাইওর গেলো দূরেতে
বুকের ভেতর হৃদবাঁশিটা
বাজলো করুণ সুরেতে
চাঁদের ফালি ডুবলো আমার
ঘূর্ণি স্রোতের ফাঁকিতে।।

শেখ জলিল  ০৪.০৬.২০১৪

No comments:

Post a Comment