Thursday, August 21, 2014

আমার অনেক সাধের পোষ পাখি

আমার অনেক সাধের পোষ পাখি
বনেই ছিলো যার আঁখি
বাদা তিতির উড়ে গেছে
পড়ে আছে খাঁচাটি।।

আমার ভালোই ছিলো তাঁত বুনে
কাল হলো যে ষাঁড় কিনে
খাজন চেয়ে বাজন বেশি
পড়লো খোঁয়াড় মন-হাতি।।

হায়রে কারো কপাল সুখ মাপা
কারো কপাল দুখ চাপা
কোন্ কালে খেয়েছি ঘি
হাত শুঁকে আর দেখবো কী।।

আমার ঘরের ইঁদুর খায় বেড়া
কেমনে বাঁধি নিজ ডেরা
জলিল বলে সব করে নাশ
গুটিপোকার প্রাণ গুটি।। 

শেখ জলিল  ১৭.০৬.২০১৪

No comments:

Post a Comment