Tuesday, July 15, 2014

আইলো দারুণ বর্ষাকাল

আইলো দারুণ বর্ষাকাল
হরিণ চাটে বাঘের গাল
নাইয়ের কুকুর কাঁধে চড়ে
মারে লম্বা ফাল।।

রইলে হাতি কাদায় পড়ে
চামচিকাটাও লাত্থি মারে
উড়োন চিলে বসলে বিলে
মীন যে বেসামাল।।

আমড়া গাছে ল্যাংড়া আম
ভূতের মুখে শিবের নাম
লংকাকাণ্ড হুলুস্থুলে
শঠের জোড়কপাল।।

গুড়ের গন্ধে পিঁপড়ে আসে
অগুণে গুণ ভালোবাসে
জলিল বলে খলের পিরীত
জগৎ টালমাতাল।।

শেখ জলিল ২৮.০৫.২০১৪

No comments:

Post a Comment