Monday, December 23, 2013

বাউরী বাতাস বাউরী বাতাস

বাউরী বাতাস বাউরী বাতাস
মন পবনে ঝড়
বুকের মাঝে বাইন্ধাছে ঘর
বাউল কারিগর
আমি পথের মাঝে সন্ধান করি
পথের পথিকবর।।

আমার নাই রে আপন নাই রে স্বজন
সঙ্গী যে একতারা
আউল বাউল মনটা আমার
রূপের পাগলপারা
আমি অকূল কূল খুঁইজা মরি
অচিন রূপনগর।।

আমার নাই রে বাড়ি নাই রে দ্বারি
বান্ধি যে ঘর পথে
জলিল বলে বসত আমার
ভাবের ভাবনারথে
আমি সবার মনে বাঁধন গড়ি
ভুইলা আপন পর।।

শেখ জলিল ১৩.১০.২০১৩

No comments:

Post a Comment