Monday, January 6, 2014

গাঁয়ের ঘাটের নামটি শিমুলডাঙা

গাঁয়ের ঘাটের নামটি শিমুলডাঙা
হাটের নামটি পলাশরাঙা
নাম না-জানা পাখির ডাকে
ভাঙতো সবার ঘুম
টানচরাতে আজও দেখি
ফসল কাটার ধুম
হায়রে আমার সুনীল সবুজ
প্রিয় স্বদেশভূম।।

আজও দেখি হিজল গাছে
মাছরাঙা এক পাখি নাচে
হঠাৎ করে জলে নেমে
ধরে ছোট্ট মাছ
শৈশবের সেই রঙেরই দিন
বাড়ায় স্মৃতির আঁচ
তন্বীবালা পথে হাঁটে
পায়ে নূপুর রুমুঝুম।।

আজও দেখি নদীর ঘাটে
গাঁয়ের বধু  জলকে ছোটে
কাস্তে হাটে কিষাণ মাড়ায়
সোনার ফসল মাঠ
অঘ্রাণের সেই নবান্ন দিন
ভরায় সুখের হাট
মায়ের আদর বোনের স্নেহ
ভরে চোখে স্বপ্নচুম।।

শেখ জলিল  ০২.০১.২০১৪


No comments:

Post a Comment