Monday, December 9, 2013

আশ্বিনে নয়, কার্তিকে নয়

আশ্বিনে নয়, কার্তিকে নয়
আইসো বন্ধু পউষে
বিহান বেলার রোদ পোহাবো
বইসা মনের হাউসে
তুমি আইসো বন্ধু পউষে।।

সারা রাইতের শীতের পরে
বিহান বেলার রোদ
দেহের মাঝে উষ্ণ ছড়ায়
বাড়ায় স্পর্শ বোধ
তুমি থাইকো বন্ধু একটু পাশে
সুখের তখত তাউসে।।

কইও কথা মিষ্টি তেতো
সারা দিনমান
খেলবো পাশা দুজন মিলে
ভরবে মনপ্রাণ
তুমি গাঁইথো মালা গোলাপ-গাঁদার
রাঙা ফুলের ঢাউসে।।

শেখ জলিল   ০৯.১২.২০১৩

No comments:

Post a Comment