Saturday, December 22, 2012

আমি চাইলাম যারে হইলো নারে

আমি চাইলাম যারে হইলো নারে
দিব্যচোখে দেখা
পুষলাম শুধু হৃদ মাঝারে
ভবের মাঝে একা।।

আমার যৌবন গেলো মৌবন গেলো
যারই সোহাগ চেয়ে
সে জন রইলো দূর আকাশে
তারারই ফুল হয়ে
আমি কেমনে মিলাই পূর্ণিমা রাত
জোস্না চাঁদের রেখা।।

আমার সম্বল গেলো কম্বল গেলো
দারুণ শীতের মাঘে
জ্বললো খরা সাধের ভিটায়
চৈতেরই নিদাঘে
আমি কেমনে কাটাই বিধির বিধি
এই কপালের লেখা।।

শেখ জলিল     ২২.১২.২০১২

No comments:

Post a Comment