Thursday, August 9, 2012

বন্ধু আছো তুমি

বন্ধু ছিলে তুমি স্বর্ণালী শৈশবে
বন্ধু ছিলে তুমি কৈশোরে অনুভবে
বন্ধু ছিলে তুমি দুরন্ত যৌবনে
অবিরাম ছুটে চলা জীবনের প্রয়োজনে
বন্ধু আছো তুমি প্রৌঢ়ের এই ক্ষণে।।

ধুলোয় মাখামাখি ন্যাংটো পুটো
স্মৃতিগুলো অমলিন আজও অক্ষত
নদীজলে ঝাঁপাঝাঁপি খালবিলে ডুব
কানামাছি ভোঁ ভোঁ লুকোচুরি চুপ
বন্ধু আছো তুমি ফেলে আসা দিন সনে।।

বৃষ্টির চোখে চোখ আলতো ছোঁয়া
ভাবনাতে দুজনার কল্পধোঁয়া
উদ্দাম ঝড়ো হাওয়া টুপটাপ জল
ঝরে পড়ে মনবনে ধারা অবিরল
বন্ধু আছো তুমি ভালোলাগা অনুরণে।।

শেখ জলিল        ০২.০৮.২০১২

No comments:

Post a Comment